চুল পড়ার  কারনঃ  বিভিন্ন  কারনে অতিরিক্ত পরিমাণে চুল পড়তে পারে। এর মধ্যে প্রধান কারণ গুলো হল –

* ভিটামিন ও মিনারেলস এর অভাবঃ অপুষ্টি বা দেহে বিভিন্ন ভিটামিন ও মিনারেলস এর মূলত চুল পড়ার প্রধান কারণ। খাদ্য গ্রহনের সময় যদি আমাদের শরীরের চাহিদা অনুযায়ী সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করা না হয়, তবে তা শরীরের ঘাটতি পূরণ করতে পারবেনা, ফলে অন্য সব কিছুর মতো চুলের গোড়াও দুর্বল হয়ে যাবে।



* অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রাঃ অতিরিক্ত ভাজা পোড়া, তেল জাতীয় খাবার, সিগারেট, কোল্ড ড্রিংস, অতিরিক্ত চা-কফি গ্রহণ, অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুম, কায়িক পরিশ্রম না করা ইত্যাদি এর সাথে চুল পড়ার সম্পর্ক আছে।

৭০ বছর বয়সেও কালো চুল গজায় নিজের চোখে দেখুন :




Bio Spray Plus এর উপাদান, উপকারিতা


বায়ো স্প্রে প্লাস বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) কর্তৃক স্বীকৃত, একাধিক মালেশিয়ান Health & Beauty Award প্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইষ্টিটিউট ও সায়েন্স ল্যাবরেটরী কর্তৃক স্বীকৃত, GMP (Good Manufacturing Practices) ও Malaysian Halal লাইসেন্স প্রাপ্ত।


আমেরিকান ফর্মুলায় মালয়েশিয়ায় প্রস্তুতকৃত “Bio Spray Plus” এখন বাংলাদেশে।


বায়ো স্প্রে প্লাস এর উপাদান ও উপকারিতা নিম্নরূপ

উপাদান:

১. এল-আর্জিনিন (50,000 ন্যানোগ্রাম) :

এই অ্যামাইনো এসিডের কাজ হলো মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অতিরিক্ত চর্বি ঘাম এবং মল/মূত্রের মাধ্যমে বের করে দেয়। মাংশপেশীর বৃদ্ধিতে সহায়তা করে। মানব দেহের নিষ্ক্রিয় সেলগুলোকে সক্রিয় করতে সহায়তা করে।

২. এল-অরনিথিন  (10,000 ন্যানোগ্রাম) :

মানব দেহের আগ্নাশয়কে ইনসুলিন তৈরী করতে সক্রিয় করে। লিভারের কার্য্ক্রম সঠিক রাখতে সহায়তা করে। চর্বি কমাতে সহায়তা করে।


৩. এল-গ্লুটামিন (60,000) ন্যানোগ্রাম :

আমাদের শরীরের কোষ বিভাজনে সহায়তা করে। মাংশ পেশী বৃদ্ধি করে।

৪. এল-লাইসিন  (70,000 ন্যানোগ্রাম) :

মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হরমোন এবং এনজাইম গুলোকে কাজ করতে সহায়তা করে।

৫.আই জি এফ - ১ (কোলস্ট্রাম লিকুইড থেকে) - 12,000 ন্যানোগ্রাম

গাভির প্রসব পরবর্তী ৭২ ঘস্টার মধ্যে পাওয়া কোলস্ট্রাম লিকুইড (শাল দুধ) যাতে বিদ্যমান থাকে- ৩ ধরনের ইমিউন ফ্যাক্টর, ৩ ধরনের গ্রোথ ফ্যাক্টর, ২২ ধরনের এ্যামিনো এসিড, ১০ ধরনের ভিটামিন এবং ১০ ধরনের মিনারেল।

অর্থাৎ আপিনি আপনার শরীরের হিউম্যান গ্রোথ হরমোন বৃদ্ধি করার মাধ্যমে শারীরিক সুস্থতা সহ আপনার বাহ্যিক বয়সকে ১০ থেকে ২০ বছর পিছিয়ে/কমিয়ে আনতে পারবেন।

উপকারিতা:

বায়ো স্প্রে প্লাস ব্যবহারে যে সকল উপকার পাওয়া যায় :

/চুল পড়া কমায়নতুন চুল গজানো বৃদ্ধি করে এবং চুল ঘন  কালো করে

 ২/সকল প্রকার ক্ষতিকর ভাইরাস থেকে আপনার শরীরকে সুরক্ষিত রেখে আগের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুনে বাড়িয়ে তুলে /রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিক রাখে

/অক্সিডেশনের কারণে দেহের কোষ ধ্বংসের প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে এবং নতুন কোষ তৈরি করে

/মাংসপেশী  ত্বকের পুরুত্ব বাড়ায়

/অগ্নাশয়ের (pancrease) বিটাসেল কোষ সবসময় সক্রিয় রাখার মাধ্যমে শরীরে ইন্সুলিন উৎপাদন স্বাভাবিক রাখে

 /নিয়মিত বায়ো স্প্রে প্লাস ব্যবহারে মাধ্যমে ডায়াবেটিস প্রতিকারে সহায়তা করে গ্রোথ হরমোন বৃদ্ধির ফলে তারুণ্য  চেহারার লাবন্যতা ফিরে আসে এবং জৈবিক বয়স ১৫-২০ বছর পর্যন্ত পিছনে ফায়ার আসে

0 Comments