অপর্যাপ্ত ইনসুলিন রক্তে অধিকমাত্রায় চিনির উপস্থিতি ঘটায় ফলে রক্তের গ্লুকোজের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়ে ডায়াবেটিস এর পরিণতি ভোগ করতে হয়।

 

এখন জানতে হবে ইন্সুলিন কি এবং এর কাজ কি ?  

 

 ইন্সুলিন (Insulin),প্যানক্রিয়াসের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে নিঃসৃত হয়ে থাকে, ইনসুলিন অত্যন্ত কার্যকরী হরমোন যা গ্লুকোজের বিপাক ক্রিয়াকে নিয়মানুবর্তী করে । রক্তে গ্লুকোজের পরিমাণ দ্বারা এর নিঃসরণ নিয়ন্ত্রিত হয়

 

নিম্নে ইনসুলিনের কার্যাবলী দেওয়া হল

 খাদ্য খাওয়া বা গ্রহণের পর উৎপন্ন গ্লুকোজ শোষণ করার জন্য কোষকে কার্যকরী করে

 রক্তে গ্লুকোজের মাত্রা কে নিয়ন্ত্রণ ডায়াবেটিস প্রতিরোধ করে

লিভার সুগারের আকৃতিতে শক্তি সংরক্ষণে কোষকে সমর্থ করে তোলে

চর্বি হিসেবে লিভারে অতিরিক্ত গ্লুকোজ সংরক্ষণে ভূমিকা রাখে

 

এবার আসুন জেনে নিই ডায়াবেটিস হলে আমাদের শরীরের কি কি ক্ষতি সাধন হয়।

 

 ডায়াবেটিস হলে শরীরের কোষই শক্তিহীন হয়ে পড়ে এবং কোষের সমন্বয়ে গঠিত অর্গানগুলো তার কার্যক্রম হারিয়ে ফেলে, ফলে সম্পূর্ণ শরীর এবং শরীরের ভিতরে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে পারে না । যার কারণে ডায়াবেটিস হলে আমাদের কিডনি লিভার হার্ট চোখ ব্রেইন সহজে কোন অর্গানিক রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং আমরা শারীরিকভাবে নানাবিধ জটিল রোগের শিকার হই।

 

ডায়াবেটিস থেকে বাঁচার উপায়:

 

ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আপনাদেরকে একটি ডায়েটারি সাপ্লিমেন্টের কথা বলবো তাহলো Bio Spray Plus বায়ো স্প্রে প্লাস ।

বায়ো স্প্রে প্লাস


 

Bio Spray Plus বায়ো স্প্রে প্লাস হলো USA  তে গবেষনাকৃত ১০০% সম্পূর্ণ প্রাকৃতিক সর্বাধিক কার্যকরী সাপ্লিমেন্ট।  

 

Bio Spray Plus বায়ো স্প্রে প্লাস- এল-গ্লুটামিন এবং এল-অ্যালানাইন এমাইনো এসিড রয়েছে, যার কাজ হচ্ছে আমাদের শরীরের প্রাথমিক আইলেট কোষ এবং বিটা সেল লাইনগুলি সক্রিয় হয়ে ইনসুলিন তৈরি করে। আর ইন্সুলিন তৈরি হলে ডায়াবেটিস ১০০% নিয়ন্ত্রণে চলে আসবে.


আজই যোগাযোগ করুন
পণ্যটি পেতে সরাসরি কল করুন:

মো সাগর হোসাইন: 01314-881407


সারা দেশে কোরিয়ার যোগে পাঠানো সম্ভব। 

0 Comments